আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 December 2018

আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
আগামীকাল বুধবার ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানিয়েছেন।------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আগামীকাল বুধবার তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা শরিফ পাঠ করবেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। বিকালে কোটালীপাড়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।------------------------------------------------------------------------------------------------------------------------------------------
টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে রাজবাড়ী ও মানিকগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী দ্বিতীয় সফর শুরু হবে সিলেট হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং জনসভার মধ্য দিয়ে। এ ছাড়া সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একুশে মিডিয়া/এমএসএ------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages