সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাটের) প্রতিনিধি:
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমানের পক্ষে প্রচার প্রচারনা শুরু করেছে বিএনপি।
পাঁচবিবিতে আজ বৃহস্পতিবার ধরঞ্জী,কড়িয়া ও বড়মানিকে ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে ধরঞ্জী মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম,উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল ফেরদৌস রাইট,মহিলা দল নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বুলু,ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সাত্তার ও সাবেক আমীর আলাউদ্দিন,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আহসান হাবিব,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান আকন্দ রিপন,ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহফুজার রহমান,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, আব্দুর রহমান প্রমুখ। সন্ধ্যায় কড়িয়া ও বড়মানিক বাজারে আরো দুটি নির্বাচনী সভায় নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও ধানের শীষ মার্কায় ভোট চান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment