একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর মধ্যে ৪ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি হিসেবে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের ওই তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শেরপুর-১ (সদর) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী জহির রায়হান। এ আসনে এখন প্রতিদ্বনদ্বী প্রার্থী থাকলেন আওয়ামী লীগ মনোনীত আতিউর রহমান আতিক, বিএনপি মনোনীত ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান ও সিপিবির প্রার্থী আফিল শেখসহ ৫ জন।
শেরপুর- ২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপি মনোনীত ৩ প্রার্থীর মধ্যে ব্যারিস্টার এম. হায়দার আলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় প্রত্যাহার বলে গণ্য করা হয় একেএম মোখলেছুর রহমান রিপনের প্রার্থিতা।
এ আসনে এখন লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলামসহ ৩ জন।
শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ২ প্রার্থীর মধ্যে মেজর (অবঃ) মাহমুদুল হাসান দলের চূড়ান্ত চিঠি না পাওয়ায় বাদ পড়েছেন।
এ আসনে এখন লড়াই করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু নাছের বাদল ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তারসহ ৪ জন।
এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার মেজবাউল আলম ভুইয়া ও মোস্তাফিজুর রহমান শাওনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
----------------------------একুশে মিডিয়া/এমএসএ-----------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment