রেখা মনি, রংপুর:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক পত্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এবং সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
একই পত্রে গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন চুড়ান্ত ভাবে বহিস্কার করা হবে না এই মর্মে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মতি শিউলী সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে এঘটনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মতি শিউলীকে বহিস্কারের খবর ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment