নৌকার মাঝি’র হাতে হাতে রেখে পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম আ’লীগের যোগদান। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 18 December 2018

নৌকার মাঝি’র হাতে হাতে রেখে পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম আ’লীগের যোগদান। একুশে মিডিয়া


মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের হাতে হাত রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউ'পি চেয়ারম্যান শাহআলম সরকার ছোট বাবা আওয়ামী'লীগে যোগদান করেন।
১৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পবনাপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় মহাজোট প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের হাতে হাত রেখে আজীবন বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করার অঙ্গিকার করে আওয়ামী'লীগে যোগদান করেন পবনাপুর ইউ'পি চেয়ারম্যান শাহ আলম সরকার ছোট বাবা।
আওয়ামী'লীগে যোগদানের পর পবনাপুর ইউ'পি চেয়ারম্যান জানান, স্বাধীনতার পর এদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলায় আওয়ামী'লীগের নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে সব চাইতে বেশী উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ উপকৃত হয়েছে পেয়েছে নানা সুবিধা।
দেশের উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে দাড়াতে তিনি আওয়ামী'লীগ যোগদান করেছেন। এসময় তাঁর সমর্থক ও কর্মীদের নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে চলমান গণসংযোগে অংশ নেন।
এসব গণসংযোগে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, সহ- সভাপতি মতলুবর রহমান নান্নু, একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, যুগ্ন- সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, আ' লীগ নেতা ডাঃ শাহ ইয়াকুব উল আজাদ, ডাঃ মোঃ মাবুবর রহমানসহ পলাশবাড়ী উপজেলা ও পবনাপুর ইউনিয়ন আওয়ামী'লীগ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরাসহ পবনাপুর ইউনিয়নের সর্ব সাধারণ উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages