এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের র্যাব-১২ স্পেশাল কোম্পানীর বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা সহ মোঃ সাহেব আলী (৩৫) নামে এক জনকে আটক করেছে।
গত ৪ঠা ডিসেম্বর ২০১৮ ইং তারিখ সন্ধ্যা পৌনে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর সরকার আসিফ মাহমুদ এবং অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানার আওতাধীন কাওয়াক উত্তর পাড়াস্থ ট্রাংক পট্টির সবুজের দোকানের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানার আওতাধীন কাউয়াক গ্রামের ওমর মুন্সীর ছেলে মোঃ সাহেব আলী (৩৫) কে ২৫ পিচ ইয়াবা, ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড ও নগদ ১৫০০/-টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment