গৌতম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার সালান্দর এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম বয়স পঁচিশ দারাজগাঁও। দূর্ঘটনায়
আহত হন ১৯ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান সদর হাসপাতালে দূর্ঘটনায় আহতদের দেখতে যান এবং চিকিৎসারত রোগীদের সর্বোচ্চ
চিকিৎসা প্রদানে নির্দেশনা দেন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতব্যক্তির নাম আরিফুল ইসলাম বয়স পঁচিশ বাড়ী দারাজগাঁও।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment