এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলায় অনলাইন স্বাস্থ্য সেবায় বৃহত্তম হ্যালো ডক্টরস বিডি'র প্রোগ্রাম অর্গানাইজারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ডিসেম্বর ২০১৮ইং) বিকাল ৪ ঘটিকায় উপজেলার এনায়েতপুর কেজির মোড় এ অবস্থিত এক বিল্ডিং'র ৩নং ফ্লোরে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
পল্লী টিভির চৌহালী প্রতিনিধি মোঃ আব্দুল আওয়াল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্যালো ডক্টরস বিডি'র রিওজোনাল ম্যানেজার (RM) জনাব মোঃ আল-আমিন হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও সাংবাদিক মোঃ মাহিম হোসেন রুবেল।
উক্ত অনুষ্ঠানে বক্তারা হ্যালো ডক্টরস বিডির সেবা, সুযোগ সুবিধা ও শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্ম সংস্থান নিয়ে কথা বলেন। এ সময় বক্তারা প্রোগ্রাম অর্গানাইজারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে প্রোগ্রাম অর্গানাইজারদের হাতে চাকুরির এপার্টমেন্ট লেটার তুলে দেন হ্যালো ডক্টরস বিডি'র রিওজোনাল ম্যানেজার (RM) জনাব মোঃ আল-আমিন হোসেন।
একুশে মিডিয়া/এমএ
appointment er jaygay apartment hoisey please correct korere din....
ReplyDelete