এম এ হাসান, কুমিল্লা:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের রেলমন্ত্রী মুজিবুল হক ও ঐক্যফ্রন্টের ডা. তাহেরসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্নিং অফিসার।
হলফনামায় স্বাক্ষর জটিলতার কারনে বাতিল করা হয়েছে মোঃ তাজুল ইসলাম বাবুলের মনোনয়ন।
রবিবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষনা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলো; রেলপথমন্ত্রী মুজিবুল হক, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি আলহাজ্ব খায়েজ আহাম্মদ ভূঁইয়া, বিকল্পধারার মাওলানা শামছুল হক জিহাদী, ঐক্যফ্রন্টের ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নাছিমুল হক, গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওঃ কামাল উদ্দিন ভূঁইয়া। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment