একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগিতে শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি।
শনিবার দিনভর বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে ১৯টি আসন বিএনপির ছেড়ে দেওয়ার খবর জানা গেছে। তবে কয়েকটি আসন নিয়ে এখনও গণফোরামের সঙ্গে তাদের দর কাষাকষি চলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ জন নেতার জোটের প্রার্থী হওয়ার বিষয়টি ইতোমধ্যে ঠিক হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জামায়াত বাদে ২০ দলীয় জোটের শরিক দলগুলোকে ১৬টি আসন ছেড়েছে বিএনপি।
অপরদিকে সর্বশেষ হিসেব অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডি, গণফোরাম ও নাগরিক ঐক্যকে পাঁচটি করে, এছাড়া কৃষক-শ্রমিক-জনতা লীগকে তিনটি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়াকে একটি আসন দেওয়া হয়েছে। বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ‘ধানের শীষ’প্রতীক নিয়ে এই নির্বাচনে লড়বেন।
জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত মনোনয়ন তালিকা
গণফোরাম: মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-৭), এএইচএম খালেকুজ্জামান (ময়মনসিংহ-৮), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), অধ্যাপক আবু সাঈয়িদ (পাবনা-১), আমসা আমিন (কুড়িগ্রাম-২)।
জেএসডি: আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪), সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩), নুরুল ইসলাম (শরীয়পুর-১) ও শহিদউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮)।
নাগরিক ঐক্য: মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), এস এম আকরাম (নারায়ণগঞ্জ-৫), শাহ রহমত উল্লাহ (রংপুর-১), মোফাখারুল ইসলাম (রংপুর-৫), নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪)।
কৃষক-শ্রমিক-জনতা লীগ: কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮), রফিকুল ইসলাম (টাঙ্গাইল-৪)ও ইকবাল সিদ্দিকী (গাজীপুর-৩)।
জাতীয় ঐক্য প্রক্রিয়া: সুলতান মো. মনুসর আহমেদ (মৌলভীবাজার-২)।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment