পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথ‘ ইমার্জিং এশিয়া কাপের’ প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 5 December 2018

পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথ‘ ইমার্জিং এশিয়া কাপের’ প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্টা:
পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে এবারের ইমার্জিং এশিয়া কাপের আয়োজক হয়েছে। আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। টুর্নামেন্টের প্রথম পর্বে 'বি' গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। 'এ' গ্রুপের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এছাড়া দুটি সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে লঙ্কানরা।
আগামী কাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। দুটোই 'বি' গ্রুপের ম্যাচ।
বাংলাদেশ দল:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক, মোহর শেখ ও খালেদ আহমেদ।
এক ম্যাচে পাকিস্তান লড়বে হংকংয়ের বিপক্ষে। অন্য ম্যাচে বাংলাদেশ লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। যুবা টাইগারদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর হংকংয়ের বিপক্ষে। তৃতীয় ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৯ ডিসেম্বর।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages