একুশে মিডিয়া, আল আমিন মুন্সী:
সারাদেশে যখন নির্বাচনের আমেজে মুখরিত হয়ে আছে। চায়ের দোকান থেকে অফিস আদালত,কিশোর থেকে বৃদ্ধ, স্কুল,কলেজ এবং খেলার মাঠ। ঠিক তখনি পাকা ধানে যেন মই দিয়ে গেল পৌষের শৈত প্রবাহের উত্তরের ঠান্ডা বাতাস আর ঝিরঝির বৃষ্টি।
প্রার্থীরা নির্বাচনের মাঠ মিছিলে মিটিংয়ে গরম করে রেখেছে।চারিদিকে নৌকা,ধানের শীষ,লাঙ্গল,হাত পাখা,সিংহ সহ সাদা কালো পোষ্টারে যখন মুখরিত দেশ।তখনি হানা দেয় পৌষের শৈত প্রবাহের সাথে বৃস্টি।এই বৃস্টিতেই ঝরে পড়েছে নির্বাচনী পোস্টার। এখন যেন পোষ্টারের রশি গুলো ঝুলে রয়েছে অজানা পথিকের পথ চেয়ে।
এমনই দৃশ্য ফুটে উঠে রাজধানী সহ সারাদেশে।এই বৃস্টি ভেজা ঠান্ডা আবহাওয়ায় প্রার্থীদের প্রচার প্রচারনাও অন্যান দিনের তুলনায় ছিলো লক্ষনীয়।বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা সকল কর্মীদের শারিরীক সুস্থতার কথা চিন্তা করেই এই ঠান্ডা আবহাওয়ায় মিছিল মিটিং এবং বিভিন্ন আলোচনা সভা সহ প্রচার প্রচারণা অন্যান্য দিনের তুলনায় কম করেছেন।কিন্তু আবহাওয়া স্বাভাবিক হলে তারা আবার যে যার দলকে বিজয়ী করতে কর্মীদের নিয়ে মাঠে নির্বাচনী প্রচারণায় নামবেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment