উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে। এদিকে নড়াইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছে বর্তমান সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ হাফিজুর রহমান।
নড়াইল-২ আসনের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ জেড এম ফরিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন, ইসলামী ঐক্যজোটের প্রার্র্থী মাহাবুবুর রহমান এবং ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ায় তিনিও এ আসনে বহাল হয়েছেন।
এদিকে, চূড়ান্ত প্রার্থী ব্যতীত দলে অতিরিক্ত প্রার্থী থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফীর প্রার্থিতা স্বংক্রিয় ভাবে প্রত্যাহার হয়েছে।
নড়াইল-১ আসনে প্রার্থী হিসেবে বহাল আছেন-আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্র্থী বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক।
এ আসনে দলে অতিরিক্ত প্রার্থী থাকায় বিএনপির অবসরপ্রাপ্ত কর্নেল এস এম সাজ্জাদ হোসেন ও মাউলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবদল নেতা সাজ্জাদ হোসেন এবং মহাজোটের অপরপ্রার্থী জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার প্রার্থিতা স্বংক্রিয় ভাবে প্রত্যাহার হয়েছে। গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে নড়াইলের দু’টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment