সেনবাগে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: প্রতীকী ছবি |
একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
নোয়াখালীর সেনবাগে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ সোমবার (৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার সেবারহাট বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান একুশে মিডিয়া, আজ দুপুর দুইটার দিকে সেবারহাট বাজারের সামনে চট্টগ্রাম থেকে থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী শাহী সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান।
এসময় আরও দুইজন গুরুতর আহত হন। আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment