একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে বিজয়ী করতে মহাজোটের জেলা পর্যায়ের নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। এ লক্ষ্যে আজ ৯ ডিসেম্বর রবিবার শহরের ডিবি রোডে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান আবু সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
সভায় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ন্যাপের সভাপতি লুৎফর রহমান রঞ্জু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুণ বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিৎ বকসি সূর্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু, সদস্য আব্দুল কুদ্দুছ চৌধুরী, একে এম নুরুন্নবী মিঠুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, নুর মোহাম্মদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু প্রমুখ।
বক্তারা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির নৌকা মার্কাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
একুশে মিডিয়া/আরএ
No comments:
Post a Comment