এম এ হাসান, কুমিল্লাধ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের স্বর্গীয় বগলা প্রসন্ন পালের সন্তান বিশিষ্ট সমাজসেবক পালবাড়ী নিবাসী সচিন্দ্র চন্দ্র পাল আর নেই।
তিনি ৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬:১৫ টায় কুমিল্লায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তাহার বয়স ছিল ৮৭ বছর।দীর্ঘদিন থেকে তিনি বার্দ্ধক্য জনিত কারনে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সুযোগ্যা সন্তান সহ অসংখ্য আত্বীয়-স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সচিন্দ্র চন্দ্র পালের দ্বিতীয় ছেলে চয়ন পাল জানান,রাত ১২ টায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এতে ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, আত্বীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বর্গীয় সচিন্দ্র পালের কনিষ্ঠ ছেলে সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার সাবেক সিনিয়র অফিসার অর্পন পাল পিতার স্বর্গলাভের জন্য এলাকাসী সহ উপস্থিত সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
স্বর্গীয় সচিন্দ্র পাল একজন সমাজসেবক ও দানবীর হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। এমন একজন প্রিয় মানূষের মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment