একুশে মিডিয়া, গাজীপুর রিপোর্ট:
গাজীপুরে বাস ও লেগুনা সংঘর্ষে পাঁজজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সার্জেন্ট (অব:) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশের গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ(৬৫) ও রাতুল (১৮)। আরেক জনের নাম পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয় জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত রয়েছেন। আহতদের উদ্ধার করে সিএমএইচসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো.শহীদুল ইসলাম বাস লেগুনার সংঘর্ষে পাঁজজন নিহত এবং ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment