একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া(এমবিএ আইবিএ) বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোটা গাইবান্ধা জেলায় নিচ্ছিদ্র কঠোর পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
অনাকাঙ্খিত বা বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবে পুলিশ। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে স্ব স্ব দায়িত্ব পালন করবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।
আজ শনিবার ১৫ ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে কোন অপশক্তি অরাজকতা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment