আজ শুক্রবার দ্বিতীয় দিনের আপিল শুনানিতে বৈধ-অবৈধ যারা।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 December 2018

আজ শুক্রবার দ্বিতীয় দিনের আপিল শুনানিতে বৈধ-অবৈধ যারা।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার আপিল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনের আপিল এজলাসে।
আজ শুক্রবার (৭ ডিসেম্বর) ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত নম্বর আবেদনের শুনানি হবে।
নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনে বিরতির আগ পর্যন্ত ৪০ টি আপিলের শুনানি হয়েছে। এরমধ্যে ২১টি আবেদন বৈধ হয়েছে। ১৯ প্রার্থীর আবেদন নামঞ্জুর হওয়ায় অবৈধ হয়েছে।  
নির্বাচন কমিশনের সিইসি এবং চার কমিশনারসহ সচিব উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন মনোনয়নের বৈধতা পেলেন যারা:
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মোহাম্মদ জিয়া উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মো. মুসলিম উদ্দিন।
চট্টগ্রাম-৮- আসনের হাসান মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম-৭ আসনের মো. আবু আহমেদ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. গিয়াস উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের আবদুল খালেক।
কুমিল্লা-১০ আসনের মো. শাহজাহান মজুমদার।
চাঁদপুর-৫ আসনের খোরশেদ আলম খুশু।
বরিশাল-২ আসনের একে ফাইয়াজুল হক
পটুয়াখালী-১ আসনের মো. আবদুর রশিদ।
বরিশাল-১ আসনের মো. বাদশা মিয়া।
বরগুনা-১ আসনের মো. মতিয়ার রহমান তালুকদার।
ভোলা-১ আসনের গোলাম নবী আলমগীর।
বরিশাল-২ আসনের মাসুদ পারভেজ।
ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুণ (তার মনোনয়ন বাতিল করতে আপিল করা হয়। শুনানিতে সেই আপিল খারিজ হয়ে যায়)।
পটুয়াখালী-২ আসনের মো. শহিদুল আলম তালুকদার।
বরিশাল-২ আসনের সৈয়দ রুবিনা আক্তার।
ভোলা-৪ আসনের নাজিম উদ্দিন আলম।
বরিশাল-৪ আসনের মাহাবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মো. মেহেদী হাসান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. ছাইফুল্লাহ (হুমায়ুন মিয়া)।
আপিলের পরও অবৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন যারা:
কুমিল্লা-১ আসনের মো. আলতাফ হোসাইন।
চট্টগ্রাম-৬ আসনের সামির কাদের চৌধুরী।
ফেনী-৩ আসনের মো. আবদুল লতিফজান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. শাহজাহান।
কুমিল্লা-২ আসনের মো. আব্দুল মজিদ।
বরিশাল-৬ আসনের ওসমান হোসেইন।
পিরোজপুর-৩ আসনের ডা. সুধীর রঞ্জন বিশ্বাস।
ঝালকাঠি-১ আসনের মো. মনিরুজ্জামান।
পটুয়াখালী-১ আসনের এ বি এম রুহুল আমিন হাওলাদার।
পটুয়াখালী-২ আসনের মোহাম্মদ মিজানুর রহমান খান।
ভোলা-৪ আসনের এম এ মান্নান হাওলাদার।
ঝালকাঠী-১ আসনের মোহাম্মদ শাহজালাল শামীম।
পিরোজপুর-১ আসনের মনিমোহন বিশ্বাস।
বরিশাল-৬ আসনের নাসরিন জাহান রতনা।
বরিশাল-৪ আসনের মো. মেজবা উদ্দীন ফরহাদ।
ঝালকাঠী-১ আসনের ইয়াসমিন আক্তার পপি।
পিরোজপুর-৩ আসনের মো. রুস্তম আলী ফারাজী।
পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম।
ভোলা-২ আসনের হুমায়ন কবির।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর পর্যন্ত তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। এরপর ৩, ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র ফিরে পেতে আপিল আবেদন করেন বাতিল হওয়া প্রার্থীরা।
আগামীকাল শনিবার ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের ১৬০ আপিল আবেদনের ওপর শুনানি চলে। এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। অন্যদিকে ৪ জন প্রাথীর আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages