শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
‘বাংলাদেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত রাখতে পারেন শুধুমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা আবার নির্বাচিত না হলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে।’
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নায়ক ফেরদৌস। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
উপজেলার রসুলপুর ইউনিয়নে অনুষ্ঠিত জনসভায় নৌকা স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে উঠে। জনসভা উপলক্ষে বিকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসতে থাকে। বিকাল গড়িয়ে সন্ধ্যার আগেই জনসভাস্থলে জনতার ঢল নামে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী তরুণ তুর্কি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, গফরগাঁওয়ে যেমন নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে, তেমনি সারাদেশেও নৌকার গণজোয়ার চলছে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, হালিম মানিক, আ.লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment