একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা প্রার্থিতা ফিরে পেতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। কমিশন আপিলের নিষ্পত্তি করবে ৮ ডিসেম্বরের মধ্যে।
আজ সোমবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই হাজার ২৬ কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬-৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থিতা জমা দেয়ায় প্রার্থীদের ধন্যবাদ জানান নির্বাচন কমিশন সচিব।
হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনের আগে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক হবে। ওই বৈঠকে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নির্দেশনা দেয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিভাগে গিয়ে ১৩ ডিসেম্বরের পর আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment