এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে তাবলীগ জামাতের আট সদস্য বিশিষ্ট শুরা সদস্যের তিনজনকে অবৈধ দাবি করা হয়েছে। তারা হলেন, মাস্টার নজরুল ইসলাম, মসিহুর রহমান ও লোকমান হোসেন। এই তিনজন সদস্য এখন আর মূলধারার তাবলীগের সাথে যুক্ত নেই। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে অপর অংশের নেতৃবৃন্দ এ দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য বান্দা আব্দুল বারী, মাওলানা আব্দুর রহমান, বান্দা ইঞ্জিনিয়ার খায়রুল আলম, সাথী এনামুল হক, আবু আশরাফ, রেজাউল ইসলাম রাজু, গাজী আনোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন চিল্লার সাথী এস এম ইয়ামিনুর রহমান জানান, গত ৩ ডিসেম্বর সোমবার যারা যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন তারা কেউই মূলধারার তাবলীগের সাথে সম্পৃক্ত নন।
দাওয়াত ও তাবলীগের ইতিহাসে কোনো বিক্ষোভ মিছিল চাঁদাবাজি কখনো দেখা যায়নি। কিন্তু যশোরে তারা এসব করেছেন। সমাবেশে মিথ্যাচার করেছেন, মৃত ইসমাঈল হোসেন মন্ডল তাদের সাথি। অথচ এই ইসমাঈল হোসেন মন্ডল তাবলীগের মূল ধারার নিজামুদ্দিন অনুসারী সাথী। মাদ্রাসা ছাত্রদের নিয়ে তারা দ্বীনের নামে সন্ত্রাসী ও আগ্রাসী সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। আজকে যারা বিভিন্ন জেলায় মার্কাস দখল করছেন তারাই ৫ বছর আগে শাপলা চত্বর দখল করেছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment