ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 December 2018

ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৪৮তম  মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোলা  জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
এসময় উস্থিত থেকে পুষ্পমাল্য দেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,ভোলা জেলা প্রেসক্লাব, ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘসহ বিভিন্ন সংগঠন।
এরপরে জেলা প্রশাসক কার্যলয় প্রঙ্গনে ৩১ বার  তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনও প্রতিষ্ঠানে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল সাড়ে আট টায় ভোলা গজনবী স্টেডিয়ামের মাঠে জেলা প্রশাসক মাসুদ অালম ছি‌দ্দিক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনকরেন। পরে  কুচকাওয়াজ প্রদর্শন ও শিশুদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মুক্তার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহামুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো: আব্দুল মমিন টুল, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার, পৌর মেয়র মো: মনিরুজ্জআমান মনির, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন সহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages