মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলা-১ আসনে গণসংযোগ শুরু করেছে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে ভোলার সদর রোডের কালিনাথ বাজার এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর রোডের বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই। যদিও আমাদের ফিল্ড লেভেল সমান নয় তবে আশা করি আমরা আগামী নির্বাচনে বিজয়ী হব।
তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনতে ও দেশ নেত্রীর মুক্তির জন্য ৩০ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment