ক্ষন গননায় অার বেশি দুরে নয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাহেন্দ্রক্ষন।
সারাদেশের মত চট্টগ্রাম-১৬ সংসদীয় অাসন বাঁশখালীর অলি গলিও প্রতিদ্বন্ধী প্রার্থীদের পদচারনায় এখন সরগরম।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভা সদর সহ ১৪ টি ইউনিয়নের প্রত্যেকটা বাজার, স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, লোকালয়সহ পাড়ার অলি গলি।
একদিকে প্রার্থীদের গনসংযোগ অন্যদিকে প্রার্থীদের কর্মি সমর্থকদের গ্রুপে গ্রুপে পাড়ায় পাড়ায় গনসংযোগ ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন প্রার্থীরা। তবে উচ্চ শব্দের মাইকিং এবং এলাকাভিত্তিক স্থাপিত নির্বাচনী কেন্দ্রে হাই ভোল্টেজ সাউন্ড বক্স ও মাইকের হর্ণের শব্দে জনজিবন অতিষ্ঠ প্রায়।
শব্দ দূষনের ব্যাপারতো অাছেই। লাগামহীন মাইকিংয়ে প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অাচরনবিধীর অালোকে কোন প্রকার গাইড লাইন বা নিয়ন্ত্রন অাছে বলে মনে হয়না।
বাঁশখালীতে এবার ৯ জন প্রার্থী কার্যত প্রতিদ্বন্ধীতায় থাকলেও প্রচার প্রচারনায় শিডিউলভিত্তিক মাঠে সক্রিয় অাছে ৫ জন প্রার্থী। যার মধ্যে যে ৪ জনকেই হ্যাভীওয়েট প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে তাঁরা হচ্ছেন, মহাজোট মনোনিত নৌকা প্রতিকের অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি, জামায়াত সমর্থিত অাপেল প্রতিকের ‘স্বতন্ত্র প্রার্থী’ অালহাজ্ব অধ্যক্ষ মাওঃ জহিরুল ইসলাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের অালহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী এবং ঐক্যজোটের ধানের শীষ প্রতিকের অালহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
এর মধ্যে একেক প্রার্থীর প্রচার প্রচারনার কৌশলও ভিন্ন ভিন্ন। প্রচার প্রচারনায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গনসংযোগে এগিয়ে অাছে অাপেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাওঃ জহিরুল ইসলাম এবং ঐক্যজোট মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতিকের অালহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, এই দুই প্রার্থী এবং তাদের কর্মি সমর্থকরা প্রতিদিন একেক ইউনিয়নে প্রতিটি পাড়ায় পাড়ায় ঢুকে জনগনের কাঁছে সালাম পৌঁছে দিচ্ছে এবং মা-বোন সহ সকল ভোটারদের দোয়া তাদের ভোট কামনা করছে।
অন্যদিকে নৌকা প্রতিকের মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে পথসভায় হাজীর হয়ে ইউনিয়নের প্রধান সড়ক হয়ে গনসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপকভাবে মাইকিংয়ের মাধ্যমে সরগরম রেখেছে বাঁঁশখালীর প্রতিটি গ্রাম।
অন্যদিকে অারেক হ্যাভীওয়েট প্রার্থী মহাজোটের শরীক দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের অালহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রচার প্রচারনা এখনো পোস্টারিং, মাইকিং এবং পথসভাতেই সিমাবদ্ধ দেখা যাচ্ছে।
এ ছাড়া চরমোনাই সমর্থিত ইসলামী অান্দোলনের হাতপাখা প্রতিকের মাওঃ ফরিদ অাহামদ অানছারীর পোস্টারিংয়ের পাশাপাশি মাইকিং চোখে পড়লেও ইসলামি ফ্রন্টেের মোমবাতি প্রতিকের অধ্যাপক মুনিরুল ইসলাম অাশরাফী এবং বাংলাদেশ ইসলামীক ফ্রন্টের চেয়ার প্রতিকের প্রার্থী মহিউল অালম চৌধুরী এবং ন্যাপের কুড়েঘর প্রতিকের ডাঃ অাশীষ কুমার শীলের প্রচার প্রচারনা পোস্টারিংয়েই সিমাবদ্ধ দেখা যাচ্ছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment