আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০৬ জন দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঐক্যফ্রন্ট এবং ২০ দলের প্রার্থীদের তালিকা শনিবার জানানো হবে।
বিএনপির চূড়ান্ত এই তালিকায় চট্টগ্রামের স্থান পেয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) : জসিম উদ্দিন শিকদার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী): শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী ডবলমুরিং): আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর পতেঙ্গা): আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): সারোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) : জাফরুল ইসলাম চৌধুরী। কক্সবাজার-১ : হাসিনা আহমেদ, কক্সবাজার-২ : আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, কক্সবজার-৩ : লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ : শাহজাহান চৌধুরী। রাঙামাটি: মনি স্বপন দেওয়ান, বান্দরবান: সা চিন প্রু, খাগড়াছড়ি: শহীদুল ইসলাম ভুঁইয়া।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment