জহরুল ইলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন ও আলোচনার সভার মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন, বেগম রোকেয় দিবস পালিত।
গতাকাল ( ৯ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্তরে মানববন্ধন ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম.জে আরিফ বেগ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, মসলিমউদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ সৈইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জাম বাবু ভাইস মহিলা চেয়ারম্যান নাজমা পাভীন ডাঃ আঃ সামাদ প্রভাষক মোবারক হোসেন প্রমূখ।
একই সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা চত্তরে মানববন্ধন ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment