উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক যখন খেলার মাঠে দলকে জেতানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমের স্বামী মাশরাফি বিন মুর্তজার জন্য ভোট চাইছেন স্ত্রী সুমনা হক সুমি।
জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠককালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট আহবান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সুমি বলেন, মাশরাফির খেলার সময় আপনারা যেমন তার সঙ্গে থাকেন, সে সব সময় আপনাদের সঙ্গে থাকবে।
এ সময় সুমনা হক সুমির সঙ্গে স্থানীয়দের মধ্য থেকে কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, মিসেস কাকলী ও জামাল ফকির। সুমিকে দেখে ও তার সঙ্গে কথা বলতে পেরে খুশি স্থানীয়রা।
এদিকে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাশরাফির স্ত্রীর বড় বোন সঞ্চিতা হক রিক্তা, রিক্তার স্বামী টিপু সুলতান, মেজবোন সঞ্জিবা হক রিপা, রিপার স্বামী নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রমুখ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment