চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার ১০টি আসনে ৬৬ প্রার্থী কে কি প্রতীক পেয়েছেন?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 December 2018

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার ১০টি আসনে ৬৬ প্রার্থী কে কি প্রতীক পেয়েছেন?-একুশে মিডিয়া


রোমান উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার ১০টি আসনের ৬৬ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক পেলেন যারা:
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে:
আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (নৌকা)।
বিএনপির নুরুল আমিন (ধানের শীষ)।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ সামসুদ্দীন (হাত পাখা)
বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা)।
গণফোরামের নুর উদ্দিন আহমদ (উদীয়মান সূর্য)।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ আবদুল মান্নান (চেয়ার)।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে:
বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী (ফুলের মালা)
বিএনপির মো. আজিম উল্লাহ বাহার (ধানের শীষ)।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ আতীক (হাত পাখা)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চেয়ার,)
জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল)
স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আপেল প্রতীক) ।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে:
আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা (নৌকা)
বিএনপির মোস্তফা কামাল পাশা (ধানের শীষ)
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর হাফেজ মাওলানা মনসুরুল হক (হাত পাখা)
ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ মোকতার আজাদ খান (আম)
কৃষক শ্রমিক জনতা লীগের সেলিম উদ্দিন হায়দার (গামছা)।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে:
আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা)
বিএনপির জসীম উদ্দিন সিকদার (ধানের শীষ)
ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুল আলী (হাত পাখা)।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে:
আওয়ামী লীগের ড.হাসান মাহমুদ (নৌকা)
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নুরুল আলম (ছাতা)
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ নিয়ামত উল্লাহ (হাত পাখা)
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ আবু নওশাদ (মোমবাতি)
জেএসডির মাহাবুবর রহমান (তারা)
ন্যাশনাল পিপলস পার্টির মুহাম্মদ জিয়াউর রহমান (আম)।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে:
আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী (নৌকা)
বিএনপির মো. এনামুল হক (ধানের শীষ)
জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছাফা সরকার (লাঙ্গল)
ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ দেলওয়ার হোসেন সাকী (হাত পাখা)।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী (চেয়ার)
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন (মোমবাতি)
বিএনএফ এর দীপক কুমার পালিত (টেলিভিশন)
বাসদ এর সাইফুদ্দীন মোহাং ইউনুছ (মই)।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে:
আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা)
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিন (মোমবাতি)
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী (হাত পাখা)
বিএনপির সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ)
গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য)
বিএনএফ এর নারায়ণ রক্ষিত (টেলিভিশন)
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (চেয়ার)।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে:
আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চৌধুরী (নৌকা)
এলডিপির ড. অলি আহমদ (ছাতা)।
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি)।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মুহাম্মদ দেলওয়ার হোসেন সাকী (হাত পাখা)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মুহাম্মদ জানে আলম নিজামী (চেয়ার)
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল নবী (কাস্তে)।
বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মোহাম্মদ আলী ফারুকী (ফুলের মালা)।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আলী নেওয়াজ খান (কুঁড়েঘর)
জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (লাঙ্গল)।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে:
আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (নৌকা)।
জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম (ধানের শীষ)।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নুরুল আলম (হাত পাখা)
গণফোরামের আবদুল মোমেন চৌধুরী (উদীয়মান সূর্য)
এনপিপির ফজলুল হক (আম)।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে:
আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান (নৌকা)।
বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ)।
ন্যাপের আশীষ কুমার শীল (কুঁড়েঘর)।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর এইচ এম ফরিদ আহমদ (হাত পাখা)।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (চেয়ার)।
জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল)
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মনিরুল ইসলাম (মোমবাতি)।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)
বজল আহমেদ (বেঞ্চ)।



একুশে মিডিয়া------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages