রাশিফল: আজ বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 December 2018

রাশিফল: আজ বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী



আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ২০১৮ইং। আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। ৬ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪।
আপনার শুভ বর্ণ: সাদা ও হলুদ।
শুভ গ্রহ ও বার: শুক্র ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও হীরা।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ১৪শী তিথি দুপর: ১২:৩৩ পর্যন্ত, পরে অমাবস্যা তিথি চলবে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাংক থেকে কিছু টাকা উঠাতে পারেন। আজ কাউকে টাকা ধার দিতে হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। অকারণে পুলিশি হয়রানি বা মামলা মোকর্দ্দমায় পড়তে পারেন। শেয়ার বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পেতে পারেন। কোনো বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে কোনো সাফল্য আসতে পারে। অংশীদারি কাজে অগ্রগতি হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে স্ত্রীর পরামর্শে কোনো নতুন বিনিয়োগ করলে তাতে লাভবান হবেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলার। সকাল থেকে শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। কর্ম ক্ষেত্রে কোন কারণে দেরিতে পৌঁছানোর কারনে সহকর্মীদের টিটকারী টিপ্পনি শুনতে হতে পারে। ব্যবসায়ীদেরকে আজ কর্মচারীর উপর নির্ভর করতে হতে পারে। আজ পরীক্ষার্থীরা কিছুটা হতাশ হতে পারেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কটের জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। শিল্প কলার চর্চায় সাফল্য পেতে পারেন। আজ বিদ্যার্থী ও অভিনয় শিল্পীদের দিনটি ভালো যাবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি সাফল্য লাভের। খেলাধুলায় সাফল্য পেতে পারেন। রোমান্টিক বিষয়ে কোনো ঝামেলা হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহ রাশির জাতক/জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক বিষয়ে মায়ের সাথে কোনো বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জমি ভূমি ও যানবাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। আজ গৃহস্থালী দ্রব্যাদি ক্রয় করতে পারেন। আসবাবপত্র ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো আয়ের আশা করতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। বকেয়া টাকা আদায় হওয়াতে মূদ্রণ ব্যবসায়ীদের আর্থিক দুঃশ্চিন্তা কমে আসবে। বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া টাকা আদায় করতে পারবেন। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। ঠিকাদারী কাজে বকেয়া বিল আদায় হতে পারে। খাদ্য ও পোশাক ব্যবসায়ীরা আজ ভালো বেচাকেনা করতে পারেন। বিকাশ ও রকেট এজেন্সি ব্যবসায় ভালো রোজগারের যোগ।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক/জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজণৈতিক নেতা কর্মীরা কিছুটা হতাশ হতে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর সাথে আলোচনা সফল হবে। অংশিদারী বাণিজ্যে ভালো লাভ হবে। অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রবাসীদের দিনটি ঝামেলার। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে পারে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক/জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। বকেয়া বিল আদায় হতে পারে। বন্ধুর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হতে পারে। ব্যবসায়ীক কাজের জন্য কোনো শুভাকাঙ্খীর সাহায্য পেতে পারেন। বড় ভাই এর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। কর্ম লাভের যোগ প্রবল। চাকরিজীবীদের দিনটি ভালো যাবে না। কোনো পদস্ত কর্মকর্তার আনুকূল্যে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। সাংসারিক বিষয়ে মায়ের সাহায্য পেতে পারেন। কোনো আত্মীয়র সাহায্যে ভালো আয় রোজগার হতে পারে।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক/জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা সফল হতে পারেন।(((বৃহস্পতিবারের রাশিফল-একুশে মিডিয়া)))



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages