চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানো মামলায় খালেদা জিয়ার জামিন বহাল।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 6 December 2018

চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানো মামলায় খালেদা জিয়ার জামিন বহাল।একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আদালত।উল্লেখ্য কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ই ডিসেম্বর  (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আপিল বিভাগ থেকে আজকের রায়ে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages