মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারের মইতপাড়ায় গৃহবধু মনি বেগম আত্মহত্যা করেছে নাকি হত্যা করে লাশ জুলিয়ে রেখে বাহিরে তালা মেরে পালিছে স্বামী মামেদ আলী।
এই নিয়ে মনি বেগমের স্বজনসহ স্থানীয়দের মনে সন্দেহ বিরাজ করছে। তবে মনির স্বজনদের দাবী তাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, তাই তারা আইনে কাছে সঠিক বিচার দাবী করেন।
মনি বাবা আমির হোসেন বলেন, মনি বেগমের ৮ বছরের কন্যা ও ৫ বছরের পুত্র সন্তান আছে এই দুটি বাচ্ছা রেখে কোন মা -ই আত্মহত্যা করতে পারেনা। আমার মেয়েকে মেরে স্বামী মামেদ আলী ঘরের ফ্যানের সাথে জুলিয়ে বাহিরে তালা দিয়ে পালিয়ে যায়।
মনির মা কান্না জড়িত কন্ঠে বলেন, দড়জার বাহিরে তালা এবং জানালা বন্ধ ছিল তাহলে কিভাবে তারা জানে আমার মেয়ে আত্মহত্যা করেছে। মামেদের বোনের জামাই হাসমত আলী আমাদের সংবাদ দিলে আমরা ঘরের তালা ভেঙ্গে মেয়ের লাশ উদ্ধার করি। আমার আইনেরে প্রতি শ্রদ্ধাশীল আশা করি আইনের কাছে সঠিক বিচার পাবো।
স্থানীয় মেম্বার আলী হোসেন বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে আমরা ও চাই সঠিক হোক। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলে, অপরাধী যেই হোক আইন তাকে শাস্তি প্রদান করবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment