নড়াইলে অসহায় বৃদ্ধাকে সেবাকেন্দ্রে পাঠিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি ও এসপি!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 12 December 2018

নড়াইলে অসহায় বৃদ্ধাকে সেবাকেন্দ্রে পাঠিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি ও এসপি!-একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
বিজয়ের মাসে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইলে ডিসি ও এসপি রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বৃদ্ধাকে! নড়াইলে রাস্তার পাশে পড়ে থাকা অসহায় বৃদ্ধাকে সেবাকেন্দ্রে পাঠিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। 
এ সময় সকালে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এক বৃদ্ধা শিপ্রা (৭০) কে পরম মমতার সাথে নিজে এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পুলিশ সুপারসহ পুলিশের কর্মকর্তা, সমাজ সেবার কর্মকর্তা, সাংবাদিক, সমাজের মান্যগণ্য ব্যক্তিদের সাথে নিয়ে তিনি ঐ বৃদ্ধাকে এম্বুলেন্সে তুলে দেন। তাকে নিয়ে যাওয়া হয় গোপাল গঞ্জের কাশিয়ানিতে অবস্থিত মানব সেবা কেন্দ্রে।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, দু তিন দিন আগে আমি এ বৃদ্ধার খবরটি পাই তারপর ডিডি সমাজসেবাকে বিষয়টি খোজ খবর নিতে বলি। এরপর আমি নিজে ঐসেবাকেন্দ্রের সাথে কথা বলি। ঐইখানে বৃদ্ধাদের থাকা খাওয়া ও সেবার সু-ব্যবস্থা আছে। আমরা নিয়মিত তার খোজ খবর নিব। তিনি আরও বলেন, সমাজের এমন অসহায় মানুষের কল্যানে আমাদের সকলের এগিয়ে আসতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ বাকাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সমাজ সেবা উপ-পরিচালক রতন কুমার হালদার, মাজের বিশিষ্টজন, নানা শ্রেনী পেশার মানুষ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages