মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এইচ.আর. আদর্শ কিন্ডারগার্টেনের ক্যাম্পাসের অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি আজ (৩রা ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
নৃত্য, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ মেতে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে শিক্ষক শিক্ষার্থীদের এ আনন্দ উপভোগ।এ দিনটি ছিল যেন অন্য রকম অন্য স্বাদের এক উপভোগ্য মায়া স্মৃতিক্ষণ।এব্যপারে আলাপ কালে এইচ. আর. আদর্শ কিন্ডারগার্টেনের প্রাধান শিক্ষক মোঃ নূর-নবী বলেন, সারা বছর কঠোর পরিশ্রমের সাথে শিক্ষার্থীরা অধ্যয়ন করেছে।তার সাথে থাকে কঠোর নিয়ম ও অনুশাসন। কোর্স সমাপ্তি শেষে একটু আনন্দ উল্লাস সকলের সাথে ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন।
এটা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন ও আন্তরিকতা প্রকাশের একটি মাধ্যমও বটে।
তিনি আরো বলেন, আনন্দের সাথে শিক্ষা। এটাই আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি তারা ভালো ফলাফল করবে।অভিভাবকরা তাদের ছেলে-মেয়ের সাথে সাথে অনেক পরিশ্রম ও ত্যাগ করে থাকে।তাদের ও স্কুলের সুনাম বয়ে আনবে এটাই আমি প্রত্যাশা করি।
উল্লেখ, ভোলার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষে ২০১৬ সালে এইচ. আর. কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment