মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় এক জেলের জালে ধরা পড়েছে ‘অলিভ রেডলে’ প্রজাতির ৪৭ কেজি ওজনের একটি বিরল সামুদ্রিক কচ্ছপ। বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা নদীতে মাছ শিকারের সময় এটি ধরা পড়ে তার জালে। পরে কচ্ছপটি নিজের বড়িতে নিয়ে যায় জেলে আবু সাইদ। খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে ভোলা জেলা বন বিভাগ।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জানান, কচ্ছপটি ৪৭ কেজি ওজনের। এটি বিরল প্রজাতির কচ্ছপ। আমরা খবর পাই এমন এক প্রজাতির কচ্ছপ জেলেদের জালে ধরা পড়েছে, যা বিক্রির চেষ্টা চলছে।
বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া কচ্ছপটি ভোলার দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment