গৌতম ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা হয়।
জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
এছাড়াও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সহ সভাপতি মাহবুবুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।
বর্ধিত সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।
গত ২৮ নভেম্বর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এবং ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রমেশ চন্দ্র সেনের মনোনয়ণপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।
যুবলীগ নেতারা বলেন, যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে বিজয় করেই যুবলীগ ঘরে ফিরবে।একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment