এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
বেনাপোলের শিকড়ী গ্রামে নুরজাহান ক্বিরাতুল কোরআন শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ফিতা কেটে উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের দরিদ্র মানুষের মধ্যে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষে এই নুরজাহান ক্বিরাতুল কোরআন শাখা চালু করা হয়েছে। এই শাখার মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা কোরআনকে আরো ভালো করে শিখতে পারবে। এজন্য উদ্যোক্তদের ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। বাংলাদেশে প্রতিটি জায়গায় এমন একটা করে শাখা চালু করা প্রয়োজন বলে জানান তিনি।
নুরজাহান ক্বিরাতুল কোরআন শাখার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শামছুর রহমান বলেন, সমাজ পরিবেশ ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাহায্য সহযোগিতা করে আসছি। মসজিদ, মাদরাসা, এতিমখানা প্রতিষ্টার পর ক্বিরাতুল কোরআন শাখার উদ্বোধন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহাসিন মিলন, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, সেলিমুর রহমান, মোস্তাফিজুর রহমান সুমনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজনেরা।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment