কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 9 December 2018

কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

“আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”
স্লোগানে সারা দেশের ন্যায় কুতুবদিয়ায়ও নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুস্ ছাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল্ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব সিকদার, কুতুবদিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাষ্টার শুক্কুর আলম আজাদ, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান, সদস্য মাষ্টার সমীর শীল, কুতুবদিয়া কলেজের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন, কুতুবদিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages