মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার, বাটালী রোড এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযান পলাতক আসামী মিজানুর রহমান গ্রেপ্তার।
থান সূত্র জানা যায়, গ্রেপ্তারকৃত পলাতক আসামী মিজানুর রহমান (৩৫) ২০১২ইং সালে লঙ্কা বাংলা হইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা লোন নিয়া খরচ করে। উক্ত টাকা পরিশোধ না করায় লঙ্কা বাংলা কর্তৃপক্ষ বিরেুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-২৩৫/১২, টিআর-৭৫/১৮, ধারা-৪২০ দঃ বিঃ দায়ের করেন। সে নিজেকে দীর্ঘদিন ধরিয়া আত্মগোপন করিয়া রাখে।
উক্ত মামলায় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ৬ষ্ঠ আদালত তাহাকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আসামী পলাতক থাকায় তাহার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।
বর্ণিত আসামীকে সাজা গ্রেফতারি পরোয়ানা মূলে ইং ০৮/১২/১৮ তারিখ এসআই/বিকাশ চন্দ্র শীল এর নেতৃত্বে এএসআই/সোহেল আহমেদ, কং/৬২৮৬ নুরুল আফছার রুবেল সর্ব আসকারদিঘী পুলিশ ফাঁড়ী, সিএমপি, চট্টগ্রাম এনায়েত বাজার, বাটালী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে। ধন্যবাদ-এসআই/বিকাশ, এএসআই/সোহেল ও তাদের টিমকে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment