নরসিংদীতে দুটি যাত্রীবাহী বাস মুখো-মুখি সংঘর্ষে নিহত ৪ আহত ১৪। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 December 2018

নরসিংদীতে দুটি যাত্রীবাহী বাস মুখো-মুখি সংঘর্ষে নিহত ৪ আহত ১৪। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নরসিংদী রিপোর্ট:
নরসিংদীর জেলার শিবপুর উপজেলায় বেপরোয়া দুটি যাত্রবাহী বাসের মুখো-মুখি সংঘর্ষে হয়েছে। এ দুঘটনায় নিহত হয়েছে ৪ ও আহত হয়েছেন আরও ১৪ জন।
আজ শুক্রবার (৬ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৫৮), লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫১) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৬)।
শিবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ১৭ জন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দুইজনকে মৃত বলে জানান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক দুটি বাসকে জব্দ করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages