মিরপুরের হোম অব গ্রাউন্ডের ফ্লাডলাইটের আলোও যেন হার মেনেছে মাশরাফির কাছে। একে তো ক্রিকেট খেলছেন, তার উপর যোগ দিয়েছেন রাজনীতিতে। এ নিয়ে পক্ষ-বিপক্ষ আর আলোচনা-সমালোচনা থেমে নেই। অনেকের দাবি, ‘মাশরাফি রাজনীতিতে এসে খেলার উপর থেকে মন উঠে গেছে’। এই সমালোচনার সঙ্গে বাড়তি চাপ বা অনন্য অর্জন হিসেবে যোগ হয়েছে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। কিন্তু টাইগার অধিনায়কের কাছে এসবের থেকেও উপরে দলের জয়টা। এত সব চিন্তা-দুশ্চিন্তা মাঠের বাইরে রেখে কলার উঁচিয়ে বাইশ গজে নামেন টস করতে। টসে অবশ্য জেতা হয়নি নিজের মাইলফলকের ম্যাচে।
দুজনে মিলে করেন ৪৭ রানের জুটি। লিটন ৪১ রানের মাথায় আউট হয়ে গেলেও মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি। ম্যাচ জেতান ৭০ বলে ৫৫ রানের ইনিংস খেলে। মিস্টার ডিপেন্ডেবল মাঠ ছাড়েন অপরাজিত থেকেই। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ১৪ রান করে। মাঝে সাকিব করেন ৩০ রান, সৌম্য সরকার করেন ১৯ রান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment