সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
"মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভুতি মানুষ কি পেতে পারেনা ও বন্ধু" ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটির কথাগুলোকে শুধু গানের মধ্যে সিমাবদ্ধ না রেখে বাস্তবে রুপদানকারী একজন ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মেয়ে নুসরাত জাহান লিন্ডা। "প্রথম অক্ষর ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক। তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন।
পাঁচবিবি বাজারের পুরাতন কাপড় ব্যবসায়ী সাইদুল বিহারীর তিন মেয়ের মধ্যে সবার ছোট লিন্ডা। ছোটবেলা থেকেই সে পরোপকারী। তাই পড়াশোনার পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন প্রথম অক্ষর ফাউন্ডেশনের মত সামাজিক সেবা মূলক সংগঠন। অসহায় পথশিশুদের মাঝে নিজেকে মমতাময়ী মায়ের ভূমিকায় নিয়োজিত রেখেছেন তিনি।
২০১৭ সালের ৭ই অক্টোবর প্রথম অক্ষর ফাউন্ডেশনের জন্ম। এটি একটি রেজিষ্ট্রেশন ভুক্ত সামাজিক সংগঠন। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ ইমন চৌধুরী বলেন, আমরা দুই বছরের বেশি সময় ধরে সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করছি। ভবিষ্যতে আরো কিছু ভাল কাজ করার প্রত্যাশা করছি। যেমন-প্রতিবন্ধীদের জন্য পাঠশালা নির্মান,প্রত্যেক জেলায় জেলায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালু করা ইত্যাদি।
সুবিধা বঞ্চিত মানবেতর জীবন যাপন করা মানুষগুলো মধ্য থেকে পথশিশুদের মাঝে "প্রথম অক্ষর ফাউন্ডেশন" সামাজিক সংগঠনটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি শিক্ষা সামগ্রি প্রদান, খাবার বিতরণ ও পোষাক বিতরণের মত মহৎ কাজ করছেন। এছাড়াও রক্তদান কর্মসূচী,অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য প্রদান,দুঃস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান,দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ নানাবিধ সামাজিক কাজে তাদের সক্রিয় অংশগ্রহন প্রশংসার দাবী রাখে।
বর্তমানে ১০০ পথশিশু নিয়ে তিনটি অস্থায়ী স্কুল পরিচালনা করছে লিন্ডার প্রথম অক্ষর সেবা মূলক প্রতিষ্ঠানটি। ৫০ জন ভলানটিয়ার সব সময় স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে এ ফাউন্ডেশনে। সমাজের বিত্তবানদের নিকট প্রথম অক্ষর ফাউন্ডেশনের উদাত্ত আহ্বান,তাদের পাশে থেকে সহযোগীতার হাতকে প্রসারিত করার জন্য।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment