৩০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কুমিল্লা স্টেডিয়াম, অপেক্ষা শুভ উদ্ভোধনের।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 4 December 2018

৩০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কুমিল্লা স্টেডিয়াম, অপেক্ষা শুভ উদ্ভোধনের।একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। ফলে পুরনো জরাজীর্নতা কেটে স্টেডিয়ামটি ফিরে পেয়েছে নান্দনিক রূপ। ২০ হাজারের অধিক দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামটি এখন পুরোপুরি প্রস্তুত।জানা যায় স্টেডিয়ামটি আধুনিকায়নের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। পুরো স্টেডিয়ামকে ভেঙ্গে নতুন করে গড়া হয়েছে এর অবকাঠামো।এখন অপেক্ষা উদ্বোধনের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই নতুন রূপে ফেরা দৃষ্টিনন্দন এ স্টেডিয়ামটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।এ বিষয়ে আলাপকালে সাংসদ হাজী বাহার বলেন, পুরো স্টেডিয়ামকে পরিবর্তন করা হয়েছে। এ স্টেডিয়ামের নাম ছিল এক সময় কুমিল্লা স্টেডিয়াম। পরবর্তীতে আমাদের এ কুমিল্লার গর্বিত সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে স্টেডিয়ামের নামকরণ করেছি।এটা আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা যখন কুমিল্লা টাউন হলে জনসভা করতে এসেছিলেন তখন এটা ধীরেন্দ্রনাত দত্তের নামে যে স্টেডিয়াম দিয়েছিল সেই উদ্বোধনই তিনি করেছেন। সে সময় থেকে আমরা কুমিল্লা স্টেডিয়ামকে ভেঙ্গে সম্পূর্ণ নতুন স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করি।
আধুনিকায়ন শেষে সাংসদ বাহার বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা একটা আধুনিক স্টেডিয়াম করার জন্য আমাদের সে অর্থ দিয়ে সহায়তা করেছেন। এ স্টেডিয়াম এখন আগের মত নাই, এই স্টেডিয়াম এখন একটি নতুন স্টেডিয়াম। মাটি ছাড়া আর বাকি সবই নতুন। এমনকি মাটিটাকেও আমরা পরিবর্তন করেছি।
মাটির সংস্কার হয়েছে তা বলা যাবে। এখানে আমরা মাটি ফেলেছি, বালু ফেলেছি যেনো সবসময় কাঁদা জমে না থাকে। এরপর আমরা টার্ফিং (ঘাস) করেছি যাতে করে এখানে সুন্দর পরিবেশ খেলোয়াড়রা খেলতে পারে এবং এখানে আমরা সামনের দিকে ক্রিকেট খেলোয়াড় তৈরি করার জন্য বেশকিছু পিচ এখানে আমরা তৈরি করবো। যাতে করে আমার কুমিল্লা থেকে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে
স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, আধুনিকায়ন হওয়া স্টেডিয়ামটিতে রাখা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা।তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ২০ হাজারের অধিক দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামের আধুনিকায়নে একদিকে যেমন উৎফুল্ল কুমিল্লার ক্রীড়াঙ্গনের মানুষ।সংস্কার ও আধুনিকায়নের ফলে নতুন আঙ্গিকে গড়ে উঠা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ও মানের যে কোনো খেলার আয়োজন সম্ভব বলে জানিয়েছেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ফলে পর্যাপ্ত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ মিলবে স্থানীয় খেলোয়াড়দের। কুমিল্লা থেকেই বেড়ে উঠবে নতুন নতুন খেলোয়াড়।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages