ঢাকার দোহার উপজেলার মইতপাড়ায় মনি বেগম (২৬) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘরের ফ্যানের সাথে গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মনি মইতপাড়া গ্রামের মামেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিকেলে মনি বেগমের ঘরের বাহিরে থেকে তালা ছিল। সে "সময় মনির মাসহ স্থানীয়রা ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মনির স্বামী মামেদ আলী পলাতক রয়েছে। দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন জানায়, লাশ ময়না তদন্তের জন্যা ঢাকা পাঠানো হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment