উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
সকল শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে এক তবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে মো: আব্দুর সবুর মোল্যার সভাপতিত্বে এ মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নড়াইলের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোবহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিণ চক্রবর্তী, মাশরাফি বিন মোর্ত্তজার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, নড়াইল জেলা ইউনিয়ন পরিষদ সমিতির চেয়ারম্যান ও চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কু,মার সাহা, বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, সাবেক বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বাস ফসিয়ার রহমান, মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: আজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাল উদ্দিন মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: কামরুজ্জামান প্রমুখ। এ সময় বক্তরা দলমত নির্বিশেষে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment