নড়াইল ২ আসনে আ,লীগ মনোনীত মাশরাফীর নির্বাচনী পোস্টার প্রচারণায় বাধা, আহত ২!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 December 2018

নড়াইল ২ আসনে আ,লীগ মনোনীত মাশরাফীর নির্বাচনী পোস্টার প্রচারণায় বাধা, আহত ২!-একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইল ২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজার প্রচারে পোস্টার লাগানোর সময় হামলায় আহত হয়েছেন দুজন মাশরাফী সমর্থক। আহতরা হলেন নড়াইলের লাহুড়িয়া গ্রামের শিহাব শেখ ও শিমুল শেখ। তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়াইলের লাহুড়িয়া ইউনিয়নে বিএনপির সমর্থকেরা মাশরাফী বিন মোর্ত্তজা প্রচারে বাধা দেয়ার জন্য তাদের উপর হামলা চালায়।
এদিকে হামলায় গুরুতর আহতাবস্থায় শিহাব ও শিমুলকে নড়াইল সদর হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সামনে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে চলছে বিভিন্ন দলের প্রচারণা। নড়াইলেও এর ব্যতিক্রম হয়নি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নড়াইলবাসী। তবে নির্বাচনের সময়ে তাদের এমন অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), বলেন, জারা এ ঘটনার সাথে জরিত দের আইনের আওতায় আনা হবে। এছাড়া সহিংসতা ও নাশকতার পরিকল্পনাকারীদের অচিরেই আইনের আওতায় নেওয়ারও নির্দেশ দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages