একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
মহান বিজয় দিবস উপলক্ষে ছনুয়া দুরন্ত ক্লাবের বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে মরহুম হাজী কবির আহমদ বাড়ির পশ্চিম পাশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম অরবিট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আমিরুল হক এমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সেলিম উল্লাহ, সমাজসেবক মোহাম্মদ আলম কবির, ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরীর পরিচালক সাঈফী আনোয়ারুল আজিম, ছনুয়াে ইউপি ইউপি সদস্য জসিম উদ্দিন ও মোহাম্মদ ইউনুছ শাহী।
ছনুয়া দুরন্ত ক্লাবের সাধারণ সম্পাদক মোয়াইবুল ইসলাম ও ক্লাবের পরিচালক জাবের হোসাইনের সঞ্চলনায় অনুষ্ঠান সম্পন্ন হয় ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অতিথিরা বিজয়ীকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিরতণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে হলে সামাজিক কর্মকান্ডের কোন বিকল্প নেই। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জ্ঞান র্চচার দিকে ধাবিত করতে হবে। বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠন করতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। সমাজকে এগিয়ে নিতে হলে ক্রীড়াকে প্রাধান্য দিয়ে তরুণদেরকে এগিয়ে নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment