এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লায় ফেনসিডিল, মদ, গাঁজাসহ পৌনে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ।কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেল ৪ই ডিসেম্বর মঙ্গলবার বিকালে জেলা পুলিশ লাইন্সে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ মনির, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি ও মালখানার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত দুই হাজার ৮৮৬টি মাদক মামলার আলামত স্বরূপ রক্ষিত ১৯ হাজার ৫শ বোতল ফেনসিডিল, ২ হাজার ৭৭৯ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরণের ২ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ২শ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment