সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
চ্যারিটি সংগঠন 'দুস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি' (DKSP) এর উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি পৌর প্রেসক্লাব কার্যালয় থেকে মঙ্গলবার ৩ ঘটিকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারো প্রথম দফায় চিত্র ও সংগীত শিল্পী এম আই মিঠু তার প্রতিষ্ঠিত 'দু:স্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি'র উদ্যোগে পাঁচবিবি রেল স্টেশনের ভাসমান মানুষগুলো ও অত্র এলাকার অসহায় শীতার্তদের মাঝে উন্নত মানের ২২০ পিস কম্বল বিতরণ করেন।
এছাড়াও বায়তুন নূর জামে মসজিদের হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা,সেয়দ নূর উদ্দিন (রঃ) দরগা শরীফ ও এতিম খানার ছাত্রদের মাঝে বেশ কিছু কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল,জনাব রেজাউল হাসান, প্রজেক্ট ডিরেক্টর অনলাইন (ভ্যাট) বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড, (অনিবার্য কারণ বশতঃ তিনি উপস্থিত হতে পারেননি)। উপস্থিত ছিলেন, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু, এবং চিত্র সংগীত শিল্পী ও দু:স্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি ( DKSP) প্রতিষ্ঠাতা এম আই মিঠু প্রমুখ।
দু:স্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পী এম আই মিঠু বলেন, আমি জনপ্রতিনিধি বা শিল্পপতি নই। নিজের সামর্থ্য অনুযায়ী প্রতি বছর শীতার্তদের মাঝে ক্ষুদ্র পরিসরে কিছু শীত বস্ত্র বিতরণ করে থাকি এবং করে যাবো। এ সময় তিনি,রেজাউল হাসান ও ইমরান হোসেন চৌধুরী ইমুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান আপনারা নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসুন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment