একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
কোতোয়ালী থানা পুলিশ সূত্র জানা গেছে, এই ছেলেটির নাম হাদিদুল ইসলাম মুন্না, পিতা-কামরুল মিয়া, মাতা-তানিয়া আকতার, সাং-বিদ্যান পাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, তাহার চাচার নাম-খোকন এবং তাহার স্কুলের নাম-দামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সে ৩য় শ্রেণীতে অধ্যয়নরত আছে এবং তাহার রোল নং-০৫। আর কিছু বলতে পারে না সে। ইং ২৪/০২/১৯ তারিখ সিএমপি’র কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকা হইতে দিবাগত রাত ১২.০০ ঘটিকার সময় পাওয়া গিয়েছে, বর্তমানে কোতোয়ালী থানায় রয়েছে। কোন সহৃদয় বান ব্যক্তি তাহার পারিবারকে চিনলে অবহিত করার জন্য অনুরোধ করা হল। মানবিক দিক বিবেচনা করে ছেলেটির পরিবারে ছেলেটিকে ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইল। যোগাযোগঃ ০৩১-৬১৯৯২২।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment